অস্কারে সেরা সিনেমাটোগ্রাফির জন্য ১৩ বার মনোনয়ন পেয়েছেন রজার ডেকিন্স। কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়েনি। একটা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডও জিততে পারেননি তিনি। সোমবার সেই দীর্ঘ অপেক্ষার পালা পুরালো। 'ব্লেড রানার ২০৪৯' ছবির জন্য ১৪তম বারের জন্য ৯০ তম অস্কারের মনোনয়ন পেয়েছিলেন। অবশেষে এবার পুরস্কার ঘরে তুলতে সক্ষম হয়েছেন এ ব্রিটিশ।
কিন্তু তার এ জয়ে একটি ইতিহাস সৃষ্টি হতে গিয়েও হয়নি। এই ক্যাটাগরিতে এর আগে কখনো কোনো নারী অস্কার মনোনয়ন পাননি, জেতা তো দূরের কথা। সেরা সিনেমাটোগ্রাফির ক্যাটাগরিতে এ বছরই প্রথম মনোনয়ন পেয়েছিলেন মার্কিন সিনোমাটোগ্রাফার র্যাচেল মরিসন। 'মাডবাউন্ড' ছবির জন্য এ মনোনয়ন পান তিনি। কিন্তু সেরা হয়েছেন রজার।
কিন্তু একটা রেকর্ড ঠিকই হয়ে গেছে। প্রথম নারী হিসেবে সেরা সিনেমাটোগ্রাফার ক্যাটাগরিতে মনোনয়নও নিশ্চয়ই চাট্টিখানি কথা নয়। সোমবার লালগালিচায় পা দিয়েই র্যাচেল মরিসন বলেন এ মনোনয়নকে 'অনুপ্রেরণামূলক ও ভয়ঙ্কর' আখ্যা দিয়ে বলেন, এতে তাকে বাড়তি চাপ নিয়ে কাজ করতে হবে। নারীরা তাকে এখন অনুসরণ করবে।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ফারজানা