যশ রাজ ফিল্মসের নতুন একটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর ও বাণী কাপুর।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, করন মালহোত্রা পরিচালিত সিনেমাটিতে বাণীর বিপরীতে অভিনয় করবেন রণবীর।যশ রাজ ফিল্মসের সঙ্গে এই পরিচালকের তিনটি সিনেমার চুক্তি হয়েছে। খুব শিগগির রণবীর কাপুরের সিনেমাটির কাজ শুরু করবেন তিনি।
এর আগে অগ্নিপথ ও ব্রাদার্স সিনেমা পরিচালনা করেছেন করন মালহোত্রা।
এদিকে বাণী কাপুরের সঙ্গেও যশ রাজ ফিল্মসের তিনটি সিনেমার চুক্তি রয়েছে। এর মধ্যে 'শুদ্ধ দেশি রোমান্স' ও 'বেফিকর' সিনেমা মুক্তি পেয়েছে। তৃতীয় সিনেমা হিসেবে রণবীর কাপুরের বিপরীতে এ অভিনেত্রীকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া হৃতিক রোশান ও টাইগার শ্রফের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের সিনেমাতেও বাণী অভিনয় করবেন বলে জানা গেছে।
অন্যদিকে যশ রাজ ফিল্মের সঙ্গে রণবীরের শেষ সিনেমা রকেট সিং : সেলসম্যান অব দ্য ইয়ার। এটি পরিচালনা করেছিলেন চাক দে ইন্ডিয়া সিনেমাখ্যাত শিমিত আমিন। বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে বহ্মাস্ত্র সিনেমার শুটিং করছেন রণবীর। এছাড়া মুক্তির অপেক্ষায় রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক। এতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান