কুইনের পর ফের একসঙ্গে কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও। তবে এবার একেবারে অন্যরূপে। বরং একটু বেশিই পাগলাটে। আর হবে নাই বা কেন? ছবির নামই তো 'মেন্টাল হ্যায় কিয়া'!
গল্পটা হলো, প্রকাশ্যে এলো বালাজি ফিল্মসের নতুন ছবি 'মেন্টাল হ্যায় কিয়া'র ফার্স্টলুক। আর এই ছবিতেই অন্যরকম ভাব-ভঙ্গিমায় ধরা পড়ল কঙ্গনা ও রাজকুমার রাও।
এমনিতেই কঙ্গনা ও রাজকুমার রাও দু'জনেই সিনেপর্দায় এক্সপেরিমেন্টের জন্য জনপ্রিয়। এই দু'জনের জুটি কুইন ছবিতেও দেখিয়ে ছিল কামাল। তবে কুইন ছবিতে অবশ্যই কঙ্গনা সবাইকে পিছনে ফেলে দিয়েছিলেন।
অন্যদিকে, বলিউডে নিজের আলাদা ইমেজ তৈরি করতে সামর্থ্য হয়েছে রাজকুমার রাও। 'নিউটন', 'ট্র্যাপড', 'ওয়েব সিরিজ ফরগেটেন' হিরোর পাশাপাশি বরেলি কি বরফি-র মতো ছবিতেও সাবলীল রাজকুমার রাও।
বিডি প্রতিদিন/০৫ মার্চ ২০১৮/আরাফাত