'থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি' সিনেমার জন্য এবার সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার জিতেন মার্কিন অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড। কিন্তু অস্কারের ৯০তম আসর শেষ হওয়ার পরপরই চুরি হয়েছে তার অস্কার মূর্তিটি।
গভর্নরস বল এর অফিশিয়াল ডিনার থেকে চুরি হয়েছিল অস্কারটি। অবশ্য পুলিশ চোর ধরতে পেরেছে এবং অভিনেত্রীকে তার অস্কার পদকটি ফিরিয়েও দিয়েছে।
লস অ্যাঞ্জেলস এর পুলিশ নিশ্চিত করে বলেছে যে তারা টেরি ব্র্যায়ান্ট নামের ৪৭ বছর বয়সী একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। ২০ হাজার ডলারের বিনিময়ে আপাতত তাকে জামিন দেয়া হলেও খুব শীঘ্রই আদালতে হাজিরা দিতে হবে তাকে।
পুলিশ জানায়, অস্কারের অফিশিয়াল ফরমাল ডিনারের একজন টিকেটধারী ছিলেন ব্রায়ান্ট।
উল্লেখ্য, এর আগে বাফটা, গোল্ডেন গ্লোবসহ আরও কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারের আসরে সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড।
বিডিপ্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৮/ ই জাহান