নির্মাতা সাদেক সিদ্দিকী পরিচালিত নতুন ছবি 'সাহসী যোদ্ধা'তে কাজ করবেন না নবাগত নায়িকা সানাই। মহরতের পর ছবির গল্প পরিবর্তন হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার বাংলাদেশ প্রতিদিনকে জানান তিনি।
সানাই বলেন, 'ওরা আগে বলবে এক, পরে হবে আর এক। মহরতের পরে তারা পুরো স্টোরি চেঞ্জ করেছে। এটা হয় নাকি। তাই সিদ্ধান্ত বদলেছি।'
এর আগে, ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘সাহসী যোদ্ধা’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবিতে চিত্রনায়ক ইমন বিপরীতে অভিনয় করার কথা ছিল সানাইয়ের।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৮/মাহবুব