বলিউডের তরুণ তারকা বরুণ ধাওয়ান অভিনয় দিয়ে দারুণ প্রশংসিত হয়েছেন। কমেডি-নাচ-অ্যাকশন কোনো কিছুতেই কম যান না তিনি। গত বছর দু'দুটি হিট ছবি উপহার দিয়েছেন। তারপরও রাতের ঘুম হারাম তার। তবে কোনো দুশ্চিন্তা নয়, ছবির চরিত্রের জন্য তিনি স্বাভাবিকভাবে ঘুমাচ্ছেন না।
সুজিত সরকারের ছবি ‘অক্টোবর’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে বরুণকে। শোনা যাচ্ছে, এমন একজন মানুষের চরিত্র বরুণ ফুটিয়ে তুলবেন, যিনি ভীষণ আবেগপ্রবণ ও জীবনে বীতশ্রদ্ধ। তার বিরক্তি যেমন ব্যবহারে ফুটিয়ে তুলতে হবে, তেমনই শারীরিক দিক থেকেও তাকে এমন বিধ্বস্ত লাগবে, যেন বহু রাত ঘুমায়নি। এমন চরিত্র ফুটিয়ে তোলার জন্য মেক-আপের সাহায্য নিতে চান না পরিচালক। তিনি চান, বরুণকে বাস্তবিকভাবেই তেমন দেখতে লাগুক।
প্রিয় পরিচালকের এ ইচ্ছের মান বজায় রেখেছেন বরুণ। এর জন্যই গত কয়েক সপ্তাহ ধরে ইচ্ছে করেই ঘুমাচ্ছেন না তিনি। যাতে তাকে সত্যিই ক্যামেরার সামনে বিধ্বস্ত দেখতে লাগে। ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে বণিতা সান্ধুকে।
বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৮/ফারজানা