রসায়নে জায়েদ-পরী, পরিচালনায় রনি আর প্রোডাকশনে সোনার তরী। এ যেন এক ছন্দগাঁথা। এ গাঁথা রচিত হয়েছে বেশ কিছুদিন আগে। তবে আজ শুক্রবার এ ছন্দ উন্মুক্ত হয়েছে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। বলছি পরীমনির প্রোডাকশন হাউজ সোনার তরীর কথা। প্রথমবার প্রযোজনার খাতায় নাম লেখালেন পরী। এটাও সত্য যে, এর আগে 'মহুয়া সুন্দরী' ছবিতে লগ্নিকারী প্রযোজক হিসেবে নাম ছিল তারও। কিন্তু প্রত্যক্ষভাবে এবারই প্রোডাকশন হাউজে জড়ালেন তিনি। আর এ ব্যানার থেকে প্রথম ছবি নির্মিত হতে যাচ্ছে শামীম আহমেদ রনির হাত ধরে। নাম রাখা হয়েছে 'ক্ষত'। এতে অভিনয় করবেন পরীমনি ও জায়েদ খান। আবারও বড় পর্দা দেখা যাবে এ জুটির রসায়ন। এর আগে 'ভালোবাসা সীমাহীন', 'নগর মাস্তান' ও 'অন্তর জ্বালা'য় দেখা গেছে তাদের। এছাড়া শফিক রহমানের নির্মিতব্য ছবি 'বাহাদুরী'তেও দেখা যাবে তাদের। তবে অন্তর জ্বালা ছবি দিয়েই তারা দর্শকদের সবচেয়ে বেশি নাড়া দিতে সক্ষম হয়েছেন বলে মনে করেন পরিচালক রনি।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, গতানুগতিক ছবি নির্মাণের গণ্ডি ভেঙে 'ক্ষত' ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। দর্শকদের ভিন্ন স্বাধ দিতে এবার এ জুটির সঙ্গে কাজ কাজ করছি। তাছাড়া 'অন্তর জ্বালা' ছবিতে বেশ নজর কেড়েছেন জায়েদ-পরী। সবমিলিয়ে ব্যতিক্রমী একটি ছবি উপহার দিতে যাচ্ছি।
এদিকে, জায়েদ খান বলেন, এতদিন ছিল সহকর্মী। আর এখন পরী প্রযোজকও। তাইতো মিষ্টি শাসন শুরু হয়ে গেছে পরীর। বলতে পারেন দিক নির্দেশনা দিচ্ছে এখন থেকেই।
অন্যদিকে, পরীমণি বলেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ করে পরীমণি এ সিদ্ধান্ত নিলেন কেন? কেন নাম লেখালেন প্রযোজনায়? প্রথম প্রথম এ প্রশ্নটি আমার মনেও উঁকি দিয়েছে। বেশ কিছুদিন দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত মনের দিক থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার সিদ্ধান্ত নিলাম ছবি নির্মাণ করবো। নামও ঠিক করে ফেললাম সোনার তরী।
পরী আরও বলেন, এ তরী সত্যি সত্যি ভাসাতে চাই। তবে গড্ডালিকা স্রোতধারায় নয়, চেষ্টা করবো নতুন কিছু উপহার দিতে। কারণ একজন অভিনেত্রী হিসেবে দায়বদ্ধতা অবশ্যই রয়েছে। বলতে পারেন সেই দায়বদ্ধতা থেকেই ফিল্মপাড়ায় ভালোকিছু করার শপথ নিয়ে নামতে যাচ্ছি।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৮/হিমেল