ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবিন চৌধুরী ও আফরান নিশো। মিজানুর রহমান আরিয়ানের ‘ঘুরে দাঁড়ানোর গল্প’ নাটকের পর এবার 'নীরবতা' শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি তৈরি করেছেন নির্মাতা ইমরাউল রাফাত।
'নীরবতা' নাটকটির গল্পটি দাঁড় করিয়েছেন নির্মাতা ও নাটকের শিল্পীরা। তবে ‘নীরবতা’ নির্মাণ শেষে যা দাঁড়িয়েছে তাতে পরিচালক ইমরাউল রাফাত আশা করেন, এই নাটকে নিশো ও মেহজাবিনের অনবদ্য অভিনয় এবং নাটকের ভেতরের টানটান গল্প দর্শকদের মুগ্ধ করবে। পরিচালক আরো জানান, আসছে ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।
বিডি প্রতিদিন/ই-জাহান