একটি সুখী দম্পতির সুন্দরভাবে চলতে থাকা সংসারে হঠাৎ নেমে আসে কালো মেঘ। হারিয়ে যায় স্বামী। স্বামীকে খুঁজতে পাগল প্রায় স্ত্রী দিনের পর দিন এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। থানা পুলিশ, খবরের কাগজ, রাজনৈতিক নেতা সবার কাছে যায় সে। কিন্তু সবখানে গিয়ে উল্টো পরিস্থিতে পড়ে। নানা জটিলতা তৈরি হয়। এভাবেই গল্প সামনে দিকে এগিয়ে যায় এবং এক ঘটনার এক পর্যায় ফিরে আসে সেই নিখোঁজ মানুষটি। উদঘাটন হয় সত্য ঘটনার।
অনুরূপ আইচের লেখা এমনই একটি গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে টেলিফিল্ম 'নিখোঁজ'। ২০১৪ সালে বইমেলায় তার ‘গুম’ শিরোনামে প্রকাশিত হয় গল্পটি। যা অনুরূপ আইচের ‘প্রেম নয় ভালোবাসা’ গল্পের বইয়ের অন্তর্গত। টেলিফিল্মটি নির্মাণ করেছেন এ প্রজন্মের নাট্য পরিচালক এহসান এলাহী বাপ্পী। তবে এই গল্প নিয়ে স্ক্রিপ্ট লেখার সময় অনুরূপ আইচ তার গল্পের নাম পরিবর্তন করে ‘নিখোঁজ’ রাখেন।
আগামী ১১ মে রাত ১০ টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে টেলিফিল্মটি। এতে অভিনয় করেছেন নওশীন, নাঈম, নাদের চৌধুরী, লুত্ফর রহমান জর্জ, সুলতানা রেবুসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/ই-জাহান