বাবা হলিউডের প্রখ্যাত অ্যাকশন সুপারস্টার। বেশির ভাগ সময়েই তাই থাকেন লাইমলাইটে। তবে সম্প্রতি সেই স্পটলাইটে ধরা পড়েছে অন্য দাগ। নামজাদা ওই অ্যাকশন স্টারের মেয়ের দাবি, নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঠাঁইহারা তিনি। মাথার উপরে ছাদ নেই। থাকতে হচ্ছে রাস্তার ব্রিজের নিচে।
গোটা ঘটনার দায় তিনি চাপিয়েছেন খ্যাতনামা বাবার কাঁধেই। সঙ্গে মাকেও দায়ী করেছেন তিনি। নিজের দাবিকে তুলে ধরে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে মেয়ের আরও দাবি, সমকাম-ভীতি রয়েছে তার মা-বাবার। আর তাই জন্যই মেয়ের খোঁজ-খবর রাখেন না তারা।
হলিউডের ওই নামজাদা স্টার সবারই চেনা। জ্যাকি চ্যান। তার মেয়ে এটা এং-য়ের দাবি, গার্লফ্রেন্ডের সঙ্গে হংকংয়ের রাস্তায় দিন কাটছে তার। গার্লফ্রেন্ড অ্যান্ডি অটামকে পাশে নিয়ে তার অভিযোগ, এক মাস ধরে আমরা ঘরছাড়া। সবই আমাদের হোমোফোবিক মা-বাবার জন্য।
বছর আঠারোর এটার আরও দাবি, আমরা পুলিশের কাছে গিয়েছি, হাসপাতালে গিয়েছি, ফুড ব্যাঙ্কেও গিয়েছি। এমনকী এলজিবিটিকিউ কমিউনিটির শেল্টার হোমেও গিয়েছি। কিন্তু, কারও কোনও মাথা ব্যথা নেই।
নিজের অসহায় অবস্থার কথা জানিয়ে তারা বলেন, জানি না, আমরা কী করব। সকলকে শুধু এটাই জানাতে চাই, কী চলছে। কী অদ্ভুত, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে। কী করব বুঝতে পারছি না।
এটার মা প্রাক্তন বিউটি কুইন এলেন এং। বর্তমান স্ত্রী জোয়ান লিনের সঙ্গে থাকাকালে এলেনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল জ্যাকি চ্যানের। সেই সম্পর্কেরই ফসল এটা।
তবে এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলেননি জ্যাকি। যদিও মুখ খুলেছেন এটার মা এলেন। মেয়ের প্রবল নিন্দা করে তার মন্তব্য, টাকা-পয়সা না থাকলে তারা কাজকর্ম খুঁজুক না! ফিল্ম ক্লিপ বানিয়ে লোকজনদের এটা জানানো উচিত নয় যে, তারা সর্বস্বান্ত।
সারা দুনিয়ার লোকজনই তো খেটে খাচ্ছে। টাকা-পয়সার জন্য তারা অন্যের খ্যাতির উপরে ভরসা করে না। তবে যে বাবাকে নিয়ে এত ক্ষোভ এটার, এক সময় সেই জ্যাকি চ্যানকেই নিজের বাবা হিসেবে মানতে চাননি তিনি। বলেছিলেন, আমার জীবনে বাবার কোনও জায়গা নেই। ওকে কখনই বাবা হিসেবে মনে করি না।সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/০২ মে ২০১৮/আরাফাত