পরীমণি। হালের আলোচিত অভিনেত্রী। মনের মানুষের চুটিয়ে প্রেম করছেন এটাও এখন আর গোপন নেই। কিন্তু হঠাৎ করে মেহেদি রাঙা হাত কেন শেয়ার করলেন? তাহলে কি বিয়ে করতে চলেছেন নায়িকা? সম্প্রতি ফেসবুকে পরীমণির মেহেদি রাঙা হাতের একটি ছবির পোস্টকে কেন্দ্র করে ভক্তরা নড়েচড়ে বসেছেন। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, সামনে কোনো একটা খবর আসছে...।
তবে না, কোনো বিয়ে-শাদি নয়, পরীমণি হাত রাঙিয়েছেন একটি মেহেদির বিজ্ঞাপনে। প্রায় দুই বছর আগে একটি মেহেদির বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। আবারও সেই কোম্পানির বিজ্ঞাপনে নতুনভাবে দেখা যাবে পরীকে।
বিজ্ঞাপনের শুটিং হচ্ছে কলকাতার একটি স্টুডিওতে। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন সৈনক মিত্র। এর আগের বিজ্ঞাপনটিও তিনি পরিচালনা করেছিলেন। গত সোমবার সন্ধ্যায় শুটিংয়ে অংশ নিতে কলকাতায় যান পরীমণি। সবকিছু ঠিক থাকলে সপ্তাহ খানেক পরে দেশে ফিরবেন তিনি।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৮/মাহবুব