সাইফ আলি খানের স্ত্রী কারিনা কাপুরের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে একটি শোবার ঘরে একজন পুরুষের সঙ্গে দেখা যাচ্ছে কারিনাকে। রাতের অন্ধকার নেমে আসায় ঘরে বাতির আলোয় বেশ উজ্জ্বল দেখাচ্ছে সাইফপত্মীকে। কিন্তু কে এই পুরুষ?
ইনি সুমির ব্যাস। ‘ভির দি ওয়েডিং’ ছবিতে কারিনার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যে ছবির ট্রেলর প্রকাশ করা হয়েছে। শশাঙ্ক ঘোষ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সোনাম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া।
ট্রেলরে সুমিত ব্যাসের স্ত্রী হিসেবে দেখা যাচ্ছে কারিনা কাপুরকে। সেখানকারই একটি দৃশ্যে সবুজ পোশাকে দেখা যায় কারিনাকে। ইনস্টাগ্রামে কারিনার ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৮/মাহবুব