ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বা বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের।
বাফটায় সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন অনুপম। আগামী ১৩ মে লন্ডনে বাফটার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে অনুপম খের বলেন, ‘আমি বাফটা জিতব কিনা, সেটা সত্যিই বড় বিষয় নয়। এ সম্মানের জন্য মনোনয়ন পাওয়াটাই আমার জন্য যথেষ্ট। দ্য বয় উইথ দ্য টপনট টিভি ফিল্মে একজন সিজোফ্রেনিক পিতার একটি বিশেষ চরিত্রের জন্য আমি এ মনোনয়ন পেয়েছি, যার জন্য আমি গর্বিত।’
বিডি-প্রতিদিন/ ই-জাহান