আরেফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ভালো থেকো'। দি অভি কথাচিত্র প্রযোজিত ও জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি এর আগে দেশের ৮৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে কানাডায়। আগামী ৪মে থেকে কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট এর টরন্টোর এগ্লিন্টন টাউন সেন্টার সিনেপ্লক্সে চলবে। ১২ মে থেকে ক্যালগারি,ভ্যাস্কুভার সহ পর্যায়ক্রমে ৬ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ভালো থেকো' সিনেমাটি।
ছবির প্রযোজক জাহিদ হাসান অভি জানান, কানাডার দর্শকরা ‘ভালো থেকো’ দেখতে হলে টিকেট কিনতে পারবেন অনলাইন ও হলগুলোর নির্ধারিত কাউন্টারে। আন্তর্জাতিক ফিল্ম প্রোডাকশন এবং পরিবেশনা প্রতিষ্ঠান আরএস মিডকম প্রডাকশনের এর ব্যানারে মুক্তি পাচ্ছে সিনেমাটি ।
আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। ছাড়া আরোও অভিনয় করছেন,আসিফ ইমরোজ,কাজী হায়াৎ,আমজাদ হোসেন,অরুনা বিশ্বাস প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান