আহসান হাবিব সকালের রচনায় এবং তুষার খানের পরিচালনায় সম্প্রতি র্নিমিত হয়েছে বিশেষ একক নাটক 'ভালোবাসা আজকাল।' আসন্ন রোজার ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে এই নাটকটি। এতে অভিনয় করেছেন রওনক হাসান, নাদিয়া আহমেদ, তানভীর কিবরিয়া, খায়রুল আলম টিপু, তানহা সরকার প্রমুখ।
ত্রিভূজ প্রেমের এই নাটকে নাদিয়াকে দেখা যাবে ভিন্ন সময়ে তানভির ও রওনকের বাহুবন্ধনে। ফুটে উঠবে আশা, ভালোবাসা ও আত্মত্যাগের গল্প।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৮/এনায়েত করিম