মুক্তি পেল 'এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'র টিজার। যেখানে অনিল কাপুর, সোনাম কাপুর, রাজকুমার রাও এবং জুহি চাওলাকে দেখা যাচ্ছে। পাশাপাশি '১৯৪২ লাভ স্টোরি'-র বেশ কিছু ঝলকও দেখা গেছে টিজারের প্রথম দিকে।
টিজারের শুরুতে অনিল কাপুরের '১৯৪২ লাভ স্টোরি'র প্রথম ঝলক দেখা যায়। এরপরই শোনা যায় সোনামের গলা। 'পাঞ্জাবি কুড়ি' সোনাম কাপুরকে যেখানে 'ট্রু লাভ কে রাস্তে মে কোয়ী না কোয়ী স্যাপা হোতাহি হোতা হ্যায়' বলতে শোনা যায়। পাশাপাশি টিজারে অনিল কাপুর এবং সোনাম কাপুরের বাবা-মেয়ের রিয়েল লাইফ থেকে রিল লাইফের জুটিকেও তুলে ধরা হয়েছে।
সম্প্রতি অনিল কাপুর, ঐশ্বরিয়া রায় এবং রাজকুমার রাও অভিনীত 'ফ্যানি খান'-এর টিজার মুক্তি পায়। ওই টিজারের পর এবার ফের 'এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'-য় সামনে আসছে অনিল কাপুর এবং রাজকুমার রাও-এর জুটির রসায়ন।
বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৮/আরাফাত