অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনায়ও জনপ্রিয়তা পেয়েছেন মিশু চৌধুরী। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার উপস্থাপনায় প্রতিদিন চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে 'ডাগআউট'।
বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলো নিয়ে এ 'ডাগআউট' অনুষ্ঠানটি সাজানো হয়েছে। প্রতিদিন বিকাল ৫টা ৩০, রাত ৮টা ৩০, ১০টা ৩০ এবং ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।
মিশু চৌধুরী বলেন, 'ডাগআউট' অনুষ্ঠানটি করে অনেক ভালো লাগছে। প্রতিদিন ফুটবল বিশ্বকাপের বিভিন্ন তথ্য, বিশ্লেষণ ও আড্ডা নিয়ে মূলত এ অনুষ্ঠানটি করা। সঙ্গে থাকেন অতিথিও। সব মিলিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি এর।
বিডি প্রতিদিন/ফারজানা