বলিউডে দীপিকা পাড়ুকোনের যাত্রা শুরু হয় কিং খান শাহরুখের হাত ধরে। প্রথম ছবি 'ওম শান্তি ওম' সুপারহিট। সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে নিঃসন্দেহে সেরা বলা চলে তাকে। 'ককটেল', 'চেন্নাই এক্সপ্রেস', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'রামলীলা', 'বাজিরাও মাস্তানি', 'পদ্মাবত'র মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। কাজ করেছেন হলিউডেও।
সম্প্রতি ইএস সাময়িকীকে দীপিকা জানিয়েছেন, যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে তাকেও। দীপিকা বলেন, 'আমাকে অনেক পরামর্শ দেয়া হয়েছে- স্তন অপারেশন, সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া ইত্যাদি। তাদের মতে বলিউড পরিচালক কিংবা প্রযোজকের চোখে পড়ার কিংবা তাদের ছবিতে সুযোগ পাওয়ার এটাই সঠিক পথ।'
দীপিকা আরও বলেন, 'যা অর্জন করতে চান তা অর্জনের সহজ পথ থাকতে পারে। কিন্তু আমি সেরকম লোক নই। আমি সবসময় নিজের গতিতে এগিয়েছি।' সূত্র: এক্সপ্রেস ইউকে
বিডি প্রতিদিন/ফারজানা