দুই দিনে রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা 'সঞ্জু'র আয় ৭৩ কোটি ছাড়িয়েছে। সঞ্জয় দত্তের আত্মজীবনী ভিত্তিক এ ছবিটি গত শুক্রবার মুক্তি পায়। প্রথম দিনই ছবিটির আয় ছিল ৩৪ কোটি ৭৫ লাখ রুপি।
সালমান খান অভিনীত 'রেস থ্রি'র প্রথমের দিনের আয়ের চেয়ে এ আয় ৫ কোটি রুপি বেশি। এর আগে মুক্তি পাওয়া রণবীরের কোনো সিনেমাই প্রথম দিন এত বেশি আয় করতে পারেনি। গতকাল শনিবার 'সঞ্জু'র আয় ছিল ৩৮ কোটি ৬০ লাখ রুপি।
রাজকুমার হিরানি পরিচালিত 'সঞ্জু' ছবিতে আরও অভিনয় করেছেন ভিকি কুশল, আনুশকা শর্মা, পরেশ রাওয়াল, সোনম কাপুর, দিয়া মির্জা ও মনীষা কৈরালা।
বিডি প্রতিদিন/ফারজানা