ছুটি কাটাতে বার্সেলোনা উড়ে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান, স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান আর ছোট মিয়া আব্রাম। তারপর হঠাৎই বার্সেলোনার রাস্তায় বসে পড়লেন কিং খান ও তার দুই পুত্র।
আর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখলেন গৌরী খান। শুধু তাই নয়, সেই ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, আরিয়ান আর আব্রাম পরেছিলেন একই রঙের জ্যাকেট আর তারা প্রত্যেকেই তাদের সহজাত ভঙ্গিমায়।
সেই ছবির ক্যাপশনে গৌরী লেখেন, "এটাই বুঝি একজন নারীর সেরা পাওয়া....সূর্যকিরণে ভিজছি, বার্সেলোনায়। আমার ছেলেদের সাথে।"
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর