ঢাকায় আসছে জনপ্রিয় গানের দল ‘বনি এম’। ক্রেইন্সের আয়োজনে ১৩ জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘বনি এম লাইভ ইন ঢাকা’য় গান করবে তারা।
এ প্রসঙ্গে ক্রেইন্সের চিফ অপারেটিং অফিসার কাজী ফায়সাল আহমেদ বলেন, ‘প্রতিবছর আমরা ইন্টারন্যাশনাল শিল্পীদের বাংলাদেশে এনে থাকি। তারই ধারাবাহিকতায় এবার বনি এমকে আমন্ত্রণ জানানো হয়েছে। একসময়ের ডাকাবুকো এই ব্যান্ড এখনো গানে সক্রিয়। বাংলাদেশের সংগীতপ্রেমীরা সামনাসামনি বসে তাদের গান শুনতে পাবেন। এটা নিশ্চয়ই দারুণ এক অভিজ্ঞতা হবে।’
তিনি আরো বলেন, ‘অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই। তার আগে শুরু হয়েছে টিকিট সেল। দাম রাখা হয়েছে চার হাজার আট শ, তিন হাজার পাঁচ শ এবং দুই হাজার টাকা।
এ পর্যন্ত আটটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে ‘বনি এম’। প্রথমটি ‘টেক দ্য হিট অব মি’ প্রকাশ পায় ১৯৭৬ সালে। সর্বশেষ অ্যালবাম ‘আই ডান্স’ আসে তিন দশকেরও বেশি সময় আগে, ১৯৮৫ সালে। দলের চার সদস্যের তিনজনই নারী। দলপ্রধান হিসেবে রয়েছেন লিজ মিশেল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন