নারীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে নিজের জীবন মরণাপন্ন করতেও ভয় পয়নি মালালা ইউসুফজাই। অল্প বয়সেই বিখ্যাত হয়ে যাওয়া এই পাকিস্তানি কন্যা গুলি খেয়ে মরণাপন্ন থেকে বেঁচে ফিরে শিক্ষার অধিকার চেয়ে বিশ্বজনমত প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এবার এই সর্ব কনিষ্ঠ নোবেল জয়ী মালালার জীবন নিয়েই তৈরি হচ্ছে “গুল মাকাই”। ছবিটি পরিচালনা করছেন আমজাদ খান।
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রিম শেখ, দিব্যা দত্ত, মুকেষ ঋষি, অভিমন্যু সিং সহ আরও অনেককে। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে এই ছবির টিজার। ছবির ফার্স্ট লুক দেখে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়। আবারও মালালা ঝড় উঠবে সোশ্যাল সাইটে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে।
প্রসঙ্গত, মালালার জীবন সামনে আসার পরই জাতিসংঘ সকলের জন্য শিক্ষা নিয়ে নতুন উদ্যোগ নেয়। ২০১৫ সালের মধ্যে বিশ্বের সকলকে স্কুলে পাঠাতে মালালার নামে প্রকল্প তৈরির সুপারিশ হয়। যার জেরে পাকিস্তানে শিক্ষার অধিকার আইন আসে। ২০১৩ সালে মালালাকে বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে টাইম ম্যাগাজিন।
২০১৩ সালের ১২ জুলাই তাঁর জন্মদিনে জাতিসংঘ বিশ্বের সকলের জন্য শিক্ষার কথা বলেন। দিনটিকে ‘মালালা ডে’নামে স্মরণীয় করে রাখে জাতিসংঘ। সেদিন মালালা বলেন, এই দিন শুধু তাঁর নয়, সকল মহিলা, ছেলে এবং মেয়ে, যাঁরা নিজেদের অধিকার নিয়ে আওয়াজ উঠিয়েছেন, এ দিন সকলের। নারীশিক্ষা আন্দোলন, শিক্ষার প্রতি অনুরাগ তাঁকে এনে দিয়েছে দেশ বিদেশের নানা পুরস্কার এবং সম্মান। এই কিশোর বয়সেই তিনি সাম্মানিক ডক্টরেট পেয়েছেন হ্যালিফ্যাক্সের ইউনিভার্সিটি অফ কিংস কলেজ থেকে। মালালার এই সকল কর্মকান্ড সব কিছুই থাকবে ‘গুল মাকাই’ তে।
বিডি প্রতিদিন/৪ জুলাই ২০১৮/হিমেল