কলকাতার ছবি 'সুলতান: দ্য সেভিয়ার' সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তির কথা ছিল আগামীকাল ৬ জুলাই। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল ছবিটি এখনই মুক্তি পাচ্ছে না জিৎ-মিম-প্রিয়াঙ্কা অভিনীত এ ছবিটি। বাংলাদেশে ছবিটি কবে মুক্তি পাবে তাও নিশ্চিত নয়।
বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, বাংলাদেশে ‘সুলতান’ মুক্তির জন্য ২১ জুন তথ্য মন্ত্রণালয় মৌখিক অনুমতি দেয়। কিন্তু এখনও পর্যন্ত অনুমতির কাগজ হাতে পাইনি। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম নোটিশ দিয়েছেন ছবিটি মুক্তির বিষয়ে আবার আলোচনা করা হোক। এজন্য দেরি হচ্ছে।
কলকাতার নির্মাতা রাজা চন্দ পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আমান রেজা, তাসকিন রহমান এবং শহীদুল আলম সাচ্চু। ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের শতাধিক হলে মুক্তি পায় ছবিটি।
বিডি প্রতিদিন/ফারজানা