নিজেই টুইট করে ভক্তদের বিরল অসুখে আক্রান্তের কথা জানিয়েছিলেন অভিনেতা ইরফান খান। এরপর ভক্ত থেকে শুরু করে বলিউডের বহু অভিনেতাও ইরফান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তার জন্য় প্রার্থনা করছেন। কিন্তু ইরফান খানের অসুস্থতা নিয়ে বিরূপ মন্তব্য করলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। তিনি জানালেন, ইরফানের এই রোগের খবর তাকে মোটেই অবাক করেনি।
‘পিকু’ ছবিতে দীপিকা ও ইরফান খানের রসায়ন পছন্দ করেছিলেন দর্শকরা। আবারও বিশাল ভরদ্বাজের একটি ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল এই জুটির। কিন্তু তার মাঝেই বাধা হয়ে দাঁড়িয়েছিল ইরফানের অসুখ। ঠিক সেই সময়েই দীপিকাও কাঁধের ব্যথায় ভুগছিলেন। পরিচালক জানিয়ে দিয়েছিলেন দু’জন সম্পূর্ণ ভাবে সুস্থ হলেই ছবির কাজ শুরু হবে। কিন্তু এত কিছুর পরেও ইরফানের অসুখের খবর একটুও অবাক করেনি দীপিকাকে।
এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘‘অভিনেতা ছাড়াও ইরফানকে মানুষ হিসেবে আমি খুব পছন্দ করি। আমি বলব না যে আমি এই খবর আশা করছিলাম। কিন্তু তার সঙ্গে এই খবর আমায় অবাকও করেনি।’’
কিন্তু কেন এমন মন্তব্য করেছিলেন দীপিকা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘‘অতীতে আমি এমন অনেক কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। আর সেই অভিজ্ঞতাই আমায় শিখিয়েছে, জীবন খুব ভঙ্গুর। যে কোনও সময়ে যে কোনও মানুষের সঙ্গে যা কিছু হতে পারে। আমায় এখন কোনও কিছু সেভাবে শঙ্কিত করে না। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করি। ’’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর