ইউটিউবে মুক্তি পেয়েছে ব্রিটেনভিত্তিক ইউটিউব চ্যানেল সিন ক্রিয়েট এন্টারটেইমেন্ট- এর প্রযোজনায় মিউজিক ভিডিও “ও মেয়ে”। সিলেটের আঞ্চলিক ভাষায় "ও মেয়ে" গানের গীতিকার আ স ম মাসুম, সুরকার ও সংগীতশিল্পী শাহীন আহমেদ, র্যাপ গেয়েছেন জনপ্রিয় বাংলা র্যাপার পল্লব। আর গানটির মিউজিক করেছেন গায়েন বাড়ির মীর মাসুম ও জিদান।
কোক স্টুডিওতে গানের শুটিং করা বিশাল বাজেটের "ও মেয়ে" গানটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা মিঠু খান। তিনি জানান, বাংলাদেশে সাধারণত হিপহপ স্টাইলে মিউজিক ভিডিও নির্মাণ খুব কম বললে ভুল হবে না। সিলেটের আঞ্চলিক ভাষায় চটুল প্রেমের এই গানটিকে হিপহপ ড্যান্স ফর্মে মিউজিক ভিডিও নির্মাণ করার চেষ্টা করেছি। গানটিতে নারী মডেল হিসেবে ছিলেন মারিয়া কিসপতা। গানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোরিওগ্রাফার তানজিল আলম। সুমন রহমান-এর কোরিওগ্রাফিতে সংগীতশিল্পী, র্যাপার, মডেলসহ গানটিতে অংশ নিয়েছিলেন ঈগল ডান্স কোম্পানির এক ঝাঁক তরুণ হিপহপ নৃত্যশিল্পী। সিনেমাটোগ্রাফার ছিলেন রাজু রাজ এবং কস্টিউম ডিজাইন করেছেন রামিম রাজ। গানটি ব্রিটিশ পোস্ট প্রোডাকশন এক্সপার্ট এম আই প্রিন্সের তত্ত্বাবধানে সম্পাদনার কাজ হয়েছে।
সংগীতশিল্পী শাহীন আহমেদ জানান, দীর্ঘদিন বাণিজ্যিক ধারার গান থেকে দূরে ছিলাম। 'ও মেয়ে' গানের মধ্য দিয়ে আমি আবারো বাণিজ্যিক ধারার গান শুরু করলাম। আশা করছি, গানটি শোনা এবং ভিডিওটি দেখার পরে সবার ভালো লাগবে।
সিন ক্রিয়েটে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, “ও মেয়ে” গানটি তাদের প্রথম বাণিজ্যিক প্রযোজনা। তাঁদের চ্যানেলের নিয়মিত আয়োজনে থাকবে মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, ফিল্ম রিভিউ, তথ্যচিত্রসহ নানান বিনোদনমূলক অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব