বলিউডি অভিনেত্রী পরিণীতি চোপড়া ছুটি কাটাতে তিনদিনের জন্য মালদ্বীপ ভ্রমণে গেছেন। দেশটি বিভিন্ন বিলাসবহুল রিসোর্টে তিনি ঘুরে বেড়াচ্ছেন। আর সেই ঘুরাঘুরির বিশেষ মুহুর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
মালদ্বীপের সমুদ্র সৈকতে দুর্দান্ত লেগুন ভিলা, স্পা ট্রিটমেন্ট, নিকটবর্তী কোরাল আইল্যান্ড, স্থানীয় লোভনীয় খাবার, আর প্রচুর অ্যাডভেঞ্চারে দুর্দান্ত পরিবেশ তৈরি হয়েছে। সুন্দর ওই জায়গাটাগুলোতে কিছু না করলেও এমনিতেই মন ভালো হয়ে যাবে।
ছুটির দিনগুলো সুন্দর করে তুলতে পরিণীতি চোপড়া মালদ্বীপে লাক্স সাউথ আরি অ্যাটোল নামক একটা বিলাসবহুল রিসোর্ট বেছে নিয়েছেন। সমুদ্রে স্নান করে আর বীচের রোদে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম