মাত্র ২৩টি মুক্তি পেলেও প্রতি সপ্তাহেই বাড়ছে সাইমন-মাহিয়া মাহি অভিনীত 'জান্নাত' ছবির হলসংখ্যা। তৃতীয় সপ্তাহে আরও ৪০টি হল পাচ্ছে ছবিটি। আগামীকাল শুক্রবার থেকে ছবিটি এসব হলে দেখা যাবে।
এ বিষয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, প্রায় ধ্বংসস্তুপ থেকে একটি ছবিকে এই খানে নিয়ে আসা খুব কঠিন ছিল। আশা করব এই সপ্তাহে জান্নাত যেসব হলে যাচ্ছে সেখানেও দর্শকদের ভালবাসা অব্যাহত থাকবে।’
এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, শিমুল খান, চিকন আলী, মিশা সওদাগর, রাহা তানহা খান প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা