অবশেষে নিজের ফেসবুক আইডি ফিরে পেলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আইডিটি তার নিয়ন্ত্রণে ছিল না। হ্যাকড হওয়ার প্রায় তিন ঘন্টা পর নিজের আইডিটি উদ্ধার হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে জানান পরীমণি।
তিনি বলেন, "অবশেষে নিজের ফেসবুক আইডি ফিরে পেলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার পর থেকে আইডি আমার নিজের নিয়ন্ত্রণে ছিল না। হ্যাকিংয়ের পর যদি আমার আইডি থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট কিংবা ছবি যদি কারও ইনবক্সে পাঠানো হয়, তাহলে কেউ বিভ্রান্ত হবেন না। আর এমন কিছু হলে সেই ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে দুঃক্ষিত।"
উল্লেখ্য, অভিনেত্রী পরীমণির ফেসবুক আইডি বৃহস্পতিবার সন্ধ্যায় হ্যাকড হয়। এসময় ফেসবুক ভেরিফাইড লাইক পেজটিও তার নিয়ন্ত্রণে নেই বলে জানান পরীমণি।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর