সালমানের সঙ্গে নতুন প্রজেক্ট আসছে প্রিয়াঙ্কার। কিছুদিন আগেই এমন খবর হইচই ফেলে দিয়েছিল সিনেমাপ্রেমীদের মধ্যে। প্রায় এক দশক হয়ে গেল সালমান-প্রিয়াঙ্কা জুটিকে একসঙ্গে দেখেনি ভক্তরা।
সর্বভারতীয় এক দৈনিকের খবরে বলা হয়, সালমানের সঙ্গে আলি আব্বাস জাফরের 'ভারত' ছবিতে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কার। সব ঠিকও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন 'কোয়ান্টিকো' অ্যাকট্রেস প্রিয়াঙ্কা।
নিক জোনাসের সঙ্গে বিয়ের জন্যই লোভনীয় প্রজেক্ট ছেড়ে দেন তিনি। এসব নিয়ে যখন বলিপাড়ায় গুঞ্জন চলছে, তার মধ্যেই বোমা ফাটালেন সালমান। জানালেন, দিনের পর দিন তার সঙ্গে কাজ করার জন্য ফোন করতেন প্রিয়াঙ্কা। সালমানের বোন অর্পিতাকে অন্তত ১০০০ বার ফোন করে ওই প্রজেক্টে কাজ করার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছেন, প্রিয়াঙ্কা যদি আগে বলতেন যে তিনি কাজ করতে চান না, তাহলে সব ব্যবস্থা অন্যভাবে করা যেত। বিয়ের অজুহাত দিয়েই কাজ ছেড়েছেন প্রিয়াঙ্কা।
সালমান জানান, ওই ছবিতে ৭৫-৮০ দিনের কাজ ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু প্রিয়াঙ্কা জানান, বিয়ে করছেন তিনি। সালমান তাতেও রাজি ছিলেন। দিন চারেকের প্রস্তুতি, চারদিন অনুষ্ঠান, মোট আটদিন আর তারপর হানিমুন। সবটাই ম্যানেজ করে নেবেন বলে জানিয়েছিলেন, দাবাং আ্যাক্টর সালমান। কিন্তু তা সত্বেও বেঁকে বসেন প্রিয়াঙ্কা।
সালমান খান এই প্রসঙ্গেই বলেন, এই প্রজেক্টে কাজ করার জন্য বিশেষ আগ্রহী ছিলেন প্রিয়াঙ্কা। অর্পিতাকে অন্তত ১০০০ বার ফোন করে প্রিয়াঙ্কা বলেন, আমি সালমানের সঙ্গে কাজ করতে চাই।এমনকী আলি (পরিচালক আলি আব্বাস জাফর)-কেও ফোন করেছিলেন প্রিয়াঙ্কা।
সালমান জানান, প্রিয়াঙ্কার এই সিদ্ধান্তের আসল কারণ তার কাছে স্পষ্ট নয়। সালমান বলেন, 'বিয়ের জন্য কাজ করতে চাইলেন না, নাকি আর আমার সঙ্গে কাজ করতে চান না প্রিয়াঙ্কা। হতে পারে, বলিউডে আর কাজই করতে চাইছেন না তিনি।'
সব শেষে প্রিয়াঙ্কার উদ্দেশে সালমান বলেন, কারণ যাই হোক, প্রিয়াঙ্কার জন্য আমার শুভ কামনা রইল। ওর এনগেজমেন্টের খবরে আমি খুশি। ২০১৯-এই মুক্তি পাওয়ার কথা ‘ভারত’ ছবির।
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত