নতুন পাঁচটি মিউজিক ভিডিও নিয়ে আবারও দর্শক-শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত সংগীতশিল্পী এইচ এম রানা। লেজার ভিশনের ব্যানারে রানার কন্ঠে নতুন এই গানগুলো ক্যামেরাবন্দী করা হয়েছে যুক্তরাষ্ট্র ও নেপালে।
গানগুলো হলো- ১. কেন পিরিতি বারাইলা বন্ধু (কাভার), ২. লাকী কূপন, ৩. স্বর্গ, ৪. ভালোবাসিনি (সলো), ৫. জীবন তুমি
এগুলোর কথা ও সুর তিনি নিজেই করেছেন। এছাড়া এডিট অ্যান্ড ভি এফ এক্সে ছিলেন শাহেদ, ডি.ও.পি ও মাস্টার করিওগ্রাফিতে শিউল বাবু, মিউজিক এ্যারেজমেন্টে এম.এ রহমান। ভিডিও কনসেপ্ট, থিম ডিজাইন এবং ভিডিও পরিচালনা রানা নিজেই করেছেন।
বিডি প্রতিদিন/০৯ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত