কলকাতার প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে মঙ্গলবার কলকাতার নন্দনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি লিট) ডিগ্রি দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করা এ অভিনেতার বাংলা ছবিতে অবদানের কথা মাথায় রেখেই এই সম্মান জানানো হয়। ইতিমধ্যেই পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কর্মজীবনে মোট তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম