আমির খান অভিনীত 'দঙ্গল' সিনেমায় সাউন্ড ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন শহজিৎ কোয়েরির। সম্প্রতি হঠাৎই স্ট্রোক হয়েছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাউন্ড ডিজাইনার শহজিৎ কোয়েরির। সঙ্গে সঙ্গে বান্দ্রার লীলাবতী হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।
কিন্তু এমআরআইয়ে স্ট্রোক বুঝা গেলেও অর্থের অভাবে চিকিৎসকরা চিকিৎসা করছিলেন না। ফেলে রেখেছিলেন। এমনই অভিযোগ করেছেন শহজিৎ এর পরিবারের সদস্যরা। বেশ কয়েকঘণ্টা তাঁকে এইভাবে ফেলে রাখা হয়েছিল। তারপরেই পরিবারে লোকেরা আমির খানের সঙ্গে যোগাযোগ করেন।
ঘটনা জানার পরেই আমির খানের উদ্যোগে সঙ্গে সঙ্গে তাঁকে লীলাবতী হাসপাতাল থেকে সরিয়ে আন্ধেরির ধীরুভাই আম্বানির হাসপাতালে নিয়ে আসা হয়। আমিরের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করে শহজিতের চিকিৎসা শুরু হয়। এখন অনেকটাই সুস্থ শহজিৎ।
তবে চিকিৎসা না করে রোগীকে ফেলে রাখার অভিযোগ অস্বীকার করেছে লীলাবতী হাসপাতাল। আমির খানকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান