চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগত নায়িকা অধরা খান অভিনীত ‘মাতাল’ সিনেমাটি এখন মুক্তির মিছিলে। ফার্স্ট লুকের পর এবার প্রকাশ হল সিনেমাটির প্রথম গান।
‘হৃদয় পিঞ্জরে’ শিরোনামে গানটি শুক্রবার বিকেলে ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে রোমান্টিক মুহূর্তে দেখা গেছে সাইমন-অধরাকে।
রোমান্টিক-অ্যাকশনধর্মী ‘মাতাল’ সিনেমাটি প্রযোজনা করেছেন শরীফ চৌধুরী। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন। সিনেমায় সাইমন-অধরা ছাড়াও দেশা দ্য লিডার খ্যাত নায়ক শিপন ও অরিন জুটিকে দেখা যাবে। এতে খলনায়ক মিশা সওদাগর, জয়রাজ, শরীফ চৌধুরীসহ আরো অনেক পরিচিত মুখ দেখা যাবে।
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল