অভিনেত্রী রাধিকা আপ্তে। ভারতের দক্ষিণী ও বলিউড সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। জনপ্রিয়তার তুঙ্গে উঠায় প্রায় প্রতিদিনই সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তাকে। কিন্তু 'কাণ্ডজ্ঞানহীন' পাঁচ ধরণের প্রশ্নে খুব বিরক্ত হন এই লস্যময়ী অভিনেত্রী। আসুন জেনে জেনে নেই ইন্ডিয়া টাইমসে প্রকাশিত সেই পাঁচ প্রশ্ন :
কেমন লাগছে এটা : রাধিকা বলেন, ‘আমি মনে করি, এটা একদম স্টুপিড-মার্কা প্রশ্ন। আমি উত্তেজিত হয়ে পড়ি। আর এটা শুধু স্টুপিড প্রশ্নই নয়, কৌতূহলী প্রশ্নও। এখন আমরা অনবরত প্রচারণায় থাকি। অনেক ইন্টারভিউ দিই। বিশ্বাস করুন, আপনাদের এমন প্রশ্নে অভিনেতারা বিরক্ত হয়।’ তবে অভিনেতারা কথা বলতে পছন্দ করেন বলেও জানান রাধিকা।
সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করে কেমন লেগেছে : রাধিকা বলেন, ‘আমি কখনো এ ধরনের প্রশ্ন পছন্দ করি না। যে একটু পর আপনার পাশে বসবে, আপনি তাকে নিয়ে প্রশ্ন করছেন, তার সঙ্গে কাজ করে কেমন লেগেছে? নিশ্চয়ই শুধু ভালো কথাগুলোই বলতে হবে। আমরা যেমন বলি, তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা ছিল দারুণ, গ্রেট; তারা খুব সময়নিষ্ঠ ছিল... কিন্তু এটাও তো বিদ্রুপ। তাই এমন প্রশ্নের আসলেই কোনো ভিত্তি নেই।’
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন : রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে খুব রেগে যান। বিশেষ করে বিয়ের কথা বললে।
বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন : রাধিকা বলেন, 'কেন তোমাকে নিয়ে এত বিতর্ক' এমন প্রশ্নে আমি খুবই বিরক্তি হই। তাকে নিয়ে যে বিতর্ক আছে, সেটা ভালোই জানেন এ অভিনেত্রী। তাই এ ধরনের প্রশ্ন করে তাঁকে বিরক্ত করা ঠিক নয় বলে মনে করেন রাধিকা।
ট্রল নিয়ে প্রশ্ন : সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রেটিরা অনেক সময় ট্রলের শিকার হন। আবার এ নিয়ে তাদেরকে প্রশ্নও করেন সাংবাদিকরা। ট্রল নিয়ে প্রশ্ন করলে খুব বিরক্ত হন রাধিকা আপ্তে। তিনি বলেন, এর উত্তর দেওয়াটা ‘বাজে’।
বিডি প্রতিদিন/এনায়েত করিম