বলিউডের 'বাদশাহ' খ্যাত অভিনেতা শাহরুখ খান। তার আপকামিং সিনেমা ‘স্যালুট’। রাকেশ শর্মার সিনেমাটিতে শাহরুখের স্ক্রিন স্পেস শেয়ার করতে যাচ্ছেন ভূমি পেদনেকার। কেবল সৌন্দর্যের কারণে নয়, নিজের অভিনয় গুণেই এবার শাহরুখের সঙ্গে এ সুযোগ পেয়েছেন তিনি। তবে ভূমিকে কোন চরিত্রে দেখা যাবে সেটিই এখন দেখার বিষয়।
রোমান্টিক প্লাস অ্যাকশন হিরোর ইমেজ ভেঙে এবার মহাকাশচারী হিসেবে দেখা যাবে কিং খানকে। তাই এবার আর শুধু স্ক্রিপ্ট পড়ে নয়। নিজেকে তৈরি করতে হবে রাকেশ শর্মার আদলে।
শোনা যাচ্ছে, মে মাস থেকে শুরু হবে ছবির কাজ। ‘স্যালুট’ ছাড়াও পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’তেও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে শাহরুখকে, যা মুক্তি পেতে চলেছে ২১ ডিসেম্বর।
বিডি-প্রতিদিন/ ই-জাহান