এশিয়া কাপের প্রতিটি খেলার মাঝ বিরতি এবং শেষে ‘ক্রিকেট এক্সট্রা’ নামের এক রিভিউ অনুষ্ঠান সম্প্রচার করে থাকে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর এখানেই উপস্থাপনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। অনুষ্ঠানে আরও রয়েছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। ব্যাতিক্রমী এই আয়োজনের প্রতি পর্বে অতিথি হয়ে স্টুডিওতে উপস্থিত থেকে ম্যাচের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা। সেই অনুষ্ঠানের কিছু স্থির চিত্র নিচে দেওয়া হলো।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব