ইমরান হাশমি। বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত অভিনেতা। ‘আশিক বানায়া আপনে’ থেকে শুরু করে ‘জান্নাত’ কিংবা ‘আকসর’ কিংবা ‘জেহের’ সব সিনমাতেই চুম্বন দৃশ্যে দর্শকদের মাত করেছেন তিনি। কিন্তু এবার সেই ইমরান হাশমির কথা শুনে চোখ কপালে উঠার মতো অবস্থা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে ইমরান হাশমি বলেন, অনকে সময় প্রয়োজনে অপ্রয়োজনে সিনেমার গল্পে চুম্বন দৃশ্য ঢুকিয়ে দেওয়া হয়। যেগুলি এখন আর দর্শককে আকৃষ্ট করে না। কিংবা দর্শকের মধ্যে উত্তেজনাও বাড়ায় না। কিন্তু, সিনেমার প্রযোজক পরিচলকরা অনেক সময় ভেবেই নেন যে চুম্বন দৃশ্যের উপর নির্ভর করেই বক্স অফিসে ধামাকা হবে। কিন্তু, এই ধারণাগুলি একেবারেই ভুল। ১৫ বছর আগের ধ্যান ধারণা দিয়ে এখন আর সিনেমা চালানো যায় না, এটা সবার আগে বুঝতে হবে। তাই কোনও সিনেমার গল্পে অপ্রয়োজনীয়ভাবে চুম্বন দৃশ্যের প্রবেশ করানো হলে, তিনি তা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইমরান।
তার কথায়, এবার থেকে যেমন গল্প বাছাইয়ের দিকে নজর দেবেন, তেমনি চরিত্রও নেবেন একেবারে বাছাই করে। তাই কোনও স্ক্রিপ্টে অহেতুকভাবে বা জোর করে কোনও দৃশ্য তৈরি করা হলে, তিনি করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
হাশমির কথায়, ১৫ বছর আগে যখন ‘মার্ডার’-এ অভিনয় করেছিলেন, তখন শুধু মাত্র চুম্বন দৃশ্যের জন্য ওই সিনেমা বলিউডে হিট হয়েছিল। কিন্তু, ১৫ বছর আগে যেভাবে দর্শকদের মধ্যে এই ধরনের দৃশ্য দিয়ে উত্তেজনা তৈরি করা যেত, এখন আর সেটা সম্ভব নয়।
এদিকে, শুধু ইমরান হাসমি নন, তাঁর ‘আশিক বানায়া আপনে’-র নায়িকা তনুশ্রী দত্ত-ও চুম্বন দৃশ্য কিংবা রিলে ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি জনিয়েছেন। ‘আশিক বানায়া আপনে’-র পর তিনি বুঝতে পারেন, হলিউডে যেভাবে যে কোনও দৃশ্যের দৃশ্যায়ন করা যায়, বলিউডে তা কোনোভাবেই সম্ভব নয়। তাই যে কোনও গল্পে অহেতুকভবে চুম্বন দৃশ্য ঢোকানো হলে কিংবা কার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বললে, তিনি আর ওই সিনেমা করবেন না বলে স্পষ্ট জানান তনুশ্রী।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব