বাপ্পী ও নবাগত অধরা অভিনীত 'নায়ক' ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে বেশ মর্ডান লুকে দেখা গেছে তাদের। ছবিটি মুক্তি পাচ্ছে ১২ অক্টোবর। এরইমধ্যে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এ ছবিটি।
'নায়ক' ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে।
'নায়ক' ছবির ‘এলোমেলো’ গানটি ইউটিউবে সাড়া ফেলেছে। গানটি লিখেছেন মিজানুর রহমান লাবু। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব।
১৫ বছর আগে নায়ক মান্না ও পূর্ণিমাকে নিয়ে ‘নায়ক’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন ইস্পাহানী আরিফ জাহান। তবে নতুন নায়ক সিক্যুয়াল ছবি নয়। নতুন গল্প নিয়েই ‘নায়ক’ নির্মিত হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা