তনুশ্রী দত্তের যৌন হেনস্থা নিয়ে যেখানে বলিউড তোলপাড় হয়ে চলেছে। সেই সময়ই সানি লিওনও সাহস দেখিয়ে নিজের শ্লীলতাহানির অভিজ্ঞতা জানালেন৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৮ বছর বয়সে শ্লীলতাহানির স্বীকার হয়েছিলেন তিনি৷ একটি মিউজিক ভিডিওতে কাজ করার সময় এমন অভিজ্ঞতা হয়েছিল সানির৷ যেখানে একজন ব়্যাপার, সানির সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিল৷
সেই কথাই খোলসা করে জানালেন তিনি৷ মিউজিক ভিডিওটি শ্যুট করার সময় তিনি বেশ উৎসাহিত ছিলেন৷ বয়স কম, প্রথমবার মেইনস্ট্রিমে কাজ করতে চলেছেন তিনি৷ তবে সানির এক্সাইটমেন্ট এক মুহূর্তে বদলে গেল বিরক্তিতে৷ মিউজিক ভিডিওর সেই ব়্যাপার সানিকে এমনভাবে স্পর্শ করা শুরু করে যাতে সানি বাধ্য হয়ে সেই গানের নির্মাতাদের কাছে অভিযোগ জানাতে যান৷ বয়স সেই সময় কম হলেও সাহস যথেষ্ট ছিল সানির৷
প্রযোজকদের তিনি জানান, ব়্যাপার অত্যন্ত খারাপ আচরণ করছে তার সঙ্গে, তিনি এখনই সেই ব্যক্তিকে চান তার থেকে দূরে সরে যেতে৷ এ ধরণের আচরণ তিনি চুপচাপ সহ্য করবেন না৷ তারপর সেই ব়্যাপার তার সঙ্গে কোনও দুর্ব্যবহার করার সাহস পায়নি৷ সানি লিওনের ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’তেও এই ঘটনাটি রয়েছে৷ যেখানে পুরো বিষয়টি দেখানো হয়েছে৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর