বিয়ে করলেন কানাডার পপ তারকা জাস্টিন বিবার। ইনস্টাগ্রামে বিবার নিজেই তার বিয়ের খবর নিশ্চিত করেছেন। ২৪ বছর বয়সী এই পপ তারকার স্ত্রী হেইলি ব্যাল্ডউইন যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় মডেল।
ইনস্টাগ্রামে হেইলির ছবি পোস্ট করে বিবার তাকে স্ত্রী হিসেবে সম্বোধন করেন। ছবিতে দেখা যায় দুজনই বেশ হাস্যোজ্জ্বল। আর পেছন থেকে বিবারের হাত ধরে রেখেছেন হেইলি। ক্যাপশনে বিবার লিখেছেন, আমার স্ত্রী দারুণ।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্কের পর হেইলির সঙ্গে বিবারের ঘনিষ্ঠতা সংবাদমাধ্যমের নজর কাড়ে। বেশকিছুন ধরে তাদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল। গত সেপ্টেম্বরে নিউইয়র্কের একটি বিবাহ রেজিস্ট্রি অফিস থেকে দুজনকে একসঙ্গে বের হতে দেখা যায়। তখন অবশ্য হেইলি গুঞ্জনটা উড়িয়ে দিয়ে টুইটারে লিখেন, আমি বুঝতে পারছি গুঞ্জনটা কোথা থেকে আসছে। তবে এখনও আমি বিবাহিত নই। পরবর্তীতে অবশ্য সেই টুইটটি তিনি মুছে ফেলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ