বৈশাখী টিভির মিউজিক্যাল শো‘গোল্ডেন সং’-এ এবার শিল্পী শিল্পী হিসেবে থাকছেন খায়রুল ওয়াসী। অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল সোমবার রাত ৮টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।
অনুষ্ঠানে তিনি গাইবেন 'তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া', 'পুবালি বাতাসে', 'কত দিন দেখিনা মায়ের মুখ', 'বন্ধু তোর বারাত নিয়া', 'তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়', 'বন্ধু হতে চেয়ে তোমার'-অন্যতম।
নিজের গাওয়া গানগুলো নিয়ে ওয়াসী বলেন, সত্যিই খুব ভাল লাগছে। আশা করি, গানগুলো বৈশাখী টিভির দর্শকদেরও অনেক ভালো লাগবে।
বিডি প্রতিদিন/ফারজানা