বাংলাদেশের ওয়েব সিরিজ 'ইন্দুবালা'তে গান গেয়েছেন ভারতের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। এ সিরিজটিতে অভিনয় করেছেন পপি, আঁচল, এবিএম সুমন, তারিক আনম খানের মতো তারকারা।
'ইন্দুবালা'য় গাওয়া প্রসঙ্গে ইমন বলেন, বাংলাদেশের কোনও ছবিতে গান করিনি এখনও। ওয়েব সিরিজে এই প্রথম গাইলাম। গানটার নাম ‘তোকে মিথ্যে হলেও ছুঁই’। কম্পোজিশন দোলন-মৈনাকের। খুব ভাল লাগল কাজটা করে।
সব কিছু ঠিক থাকলে ‘সিনেস্পট’ নামের একটি অ্যাপে মুক্তি পাবে ‘ইন্দুবালা’। এটি নির্মাণ করছেন অনন্য মামুন।
বিডি প্রতিদিন/ফারজানা