Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ নভেম্বর, ২০১৮ ১৫:৪০

হাতের তালুতে দীপিকার নাম লিখলেন রণবীর

অনলাইন ডেস্ক

হাতের তালুতে দীপিকার নাম লিখলেন রণবীর

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের অনস্ক্রিন প্রেমকাহিনি যতটা জমজমাট, তাকেও যেন ছাপিয়ে গিয়েছে বাস্তব জীবনের ভালবাসা। মাস্তানির প্রেমে হাবুডুবু বাজিরাও। মেহেদি দিয়ে হাতে নাম লিখছেন স্ত্রীর। ইতালিতে বিয়ে সেরে মুম্বাইয়ে নামতেই ভক্তদের উদ্দেশে হাত নাড়ান রণবীর। আর তখনই দেখা গেল তার ডান হাতের তালুতে দেবনগরি অক্ষরে লেখা ‘দীপিকা’। স্ত্রীয়ের মতো তিনিও হাতে মেহেদি লাগিয়েছেন। কিন্তু শুধু দীপিকা নামটি লেখার জন্যই।

শুধু রণবীর নয়, আলোচনায় আছেন দীপিকাও। ইতালির লেক কোমোয় দীপবীরের বিয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যার মধ্যে একটি ছবিতে রণবীরের মা অঞ্জু ভবানির পাশে দাঁড়িয়ে দীপিকা। শাশুড়ির হাত ধরে ছবিতে পোজ দিয়েছেন। রমণীর গুণেই ফ্যামিলি ফ্রেম হয়ে উঠেছে ‘পারফেক্ট’।

ছবির মতো সাজানো লেক কোমোয় ১৪ নভেম্বর কনকানি মতে এবং ১৫ নভেম্বর সিন্ধি নিয়ম মেনে চারহাত এক হয় এই দীপ-বীরের। আগামী ২১ নভেম্বর বিয়ের রিসেপশন হবে দীপিকার হোমটাউন বেঙ্গালুরুতে। ২৮ নভেম্বর মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছেন রণবীর।

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য