সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘কফি উইথ করন’ শো-তে এসেছিলেন সাইফ আলি খান ও তার কন্যা সারা। সেখানেই করনের প্রশ্নের উত্তরে সারা জানান, অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে তিনি ডেট করতে চান।
ওই অনুষ্ঠানে সারা বলেন, তিনি রণবীর কাপুরকে বিয়ে করতে চান। আর কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেম।”
সঙ্গে সঙ্গে সাইফ আলি খান বলে ওঠেন, যদি তোমার টাকা থাকে, তা হলে তুমি ওকে (সারা) নিয়ে যেতে পারো। এসময় সারা প্রায় চিৎকার করে বলে ওঠেন, তুমি এটা বলা বন্ধ কর। এটা ভুল।
এই খবর তো এখন সবাই জানে। নতুন খবর হলো, এই কথা যখন কার্তিককে বলা হলো, তখন প্রায় লজ্জায় লাল হয়ে গেলেন কার্তিক।
মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড ফাংশানে এসেছিলেন কার্তিক। সেখানেই সাংবাদিকরা তার কাছে জানতে চান যে তার মত কী। কারণ সারা তো তার সঙ্গে ডেটে যেতে চান। প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে তিনি বলেন, সারা বেশ সুন্দরী এবং তিনি তার সঙ্গে কফি ডেটে যেতে চান।
বিডি প্রতিদিন/কালাম