বলিউডে এখন বিয়ের মৌসুম। দীপিকা-রণবীরের পর এবার প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে। প্রিয়াঙ্কা চোপড়া ভারতে চলে এসেছেন তার বিয়ের জন্য। দু’দিন আগেই হাজির হয়েছেন তার হবু বর নিক জোনাস। প্রিয়াঙ্কা নিজেদের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে নিককে ভারতে স্বাগতম জানিয়েছেন। সেই পোস্টে নিককে ‘বেবি’ বলে সম্বোধন করছেন তিনি।
বিয়ের ব্যস্ততার মাঝেও প্রিয়াঙ্কা চোপড়া নিজের শ্যুটিংও সেরে ফেলছেন দিল্লিতে। তবে তার ইনস্টা পোস্ট দেখলেই বোঝা যায়, নিকের প্রতি তার ভালবাসা কত গভীর। আর সেই ভালবাসা প্রকাশে এতটুকু কার্পণ্য করেন না তিনি। অনেক নেটিজেনই তা নিয়ে নায়িকাকে ট্রোল করেন।
এদিকে, প্রিয়ঙ্কার মা তার হবু জামাইকে নিয়ে বেশ উৎসাহিত। এবং নিকের প্রায় প্রতিটি ছবিতেই তাকে ‘ডুড’, ‘হ্যান্ডসাম ’ এমন নানা কমেন্ট করে থাকেন। তাই বলাই যায়, নিকের হবু শাশুড়ি মধু চোপড়া বেশ আধুনিক। সোশ্যাল মিডিয়ায় মধুমালতী নামে রয়েছেন মধু চোপড়া।
প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের বিয়ে হবে। এই মুহূর্তে তারা সকলেই দিল্লিতে রয়েছেন। বিয়ের প্রস্তুতি তুঙ্গে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত