বলিউডের অভিনয় জগতের রাজকন্যা শিল্পা শেঠি ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। ‘ওয়াটার ভিলা’, সমুদ্র সৈকত দেখা গেছে তাকে। তবে সাধারণ ড্রেসে নয়, বিকিনিতে। মালদ্বীপে গিয়ে বিকিনিতে তোলা ছবি শেয়ার করেন শিল্পা। ইতিমধ্যেই ছবি ভাইরালও হয়েছে।
ছুটি কাটাতে গিয়ে শিল্পা যেখানে থাকছেন, সেই ‘ওয়াটার ভিলা’-র নীচে দেখা অক্টোপাসের ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। যাকে ‘মিস্টার অক্টোপাস’ বলে ডাকতে শোনা যায় রাজ কুন্দ্রার ঘরণীকে। শিল্পা সেই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/ ওয়াসিফ