বিয়ে করলেন উপস্থাপিকা ও সংগঠক ফারজানা ব্রাউনিয়া এবং লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। গত ৬ নভেম্বর ছিল তাদের আক্দ। আর ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে এ জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
শনিবার দুপুরে ব্রাউনিয়া গণমাধ্যমকে জানান, দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে তাদের। তবে তাদের মধ্যে পরিচয় কাজের সূত্রে।
২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে পরিচয় ব্রাউনিয়ার। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয় তাদের। পরে দুই পরিবারের মত নিয়ে গত ৬ নভেম্বর আক্দ আর ১৬ নভেম্বর বিয়ে নিবন্ধন হয়।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৮/আরাফাত