বলিউডে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক এখন ওপেন সিক্রেট। আজকাল প্রায় সব সময়ই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। এ নিয়ে তারকা মহলে গুঞ্জনও চলছে বেশ জোরেশোরেই।
শোনা যাচ্ছে, মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের কাছেই অর্জুন ও মালাইকা দুজনে মিলে একটি বাড়ি কিনেছেন। ইতিমধ্যেই সেখানে নাকি ইন্টিরিয়র ডেকরেশনের কাজও হয়ে গেছে। ২০১৯ সালে বিয়ের পর সেখানেই উঠবেন মালাইকা ও অর্জুন।
অন্যদিকে মালাইকাকে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে মালাইকা সাফ জানিয়ে দেন, '' ব্যক্তিগত কোন বিষয় নিয়ে তিনি কথা বলতে রাজি নই। তবে এমনটা নয় যে আমি লজ্জা পাচ্ছি, কিন্তু ব্যক্তিগত বিষয়ে কথা বলতে আমি স্বচ্ছন্দ্য নই। আর তাছাড়া আমার মনে হয় না যে এবিষয়ে কথা বলার খুব প্রয়োজন আছে। এটুকু বলতে পারি, আমি আমার ব্যক্তিগত জীবন বেশ উপভোগ করছি।''
বিডি প্রতিদিন/ ওয়াসিফ