‘ধড়ক’ ছবিতে শ্রীদেবী-কন্যা ঝড় তুলেছেন দেশের যুব-হৃদয়ে। কিন্তু তার হৃদয়ে প্রথম ঝড় তুলেছিলেন কে? এতদিনে সেই রহস্য ফাঁস হলো। ফাঁস করলেন কিংবদন্তি অভিনেত্রীর কন্যা নিজেই।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করন’ এ অতিথি হয়ে এসে এ কথা জানিয়েছেন জাহ্নবি।
জানা গেছে, ওই এপিসোডে জাহ্নবির সঙ্গে ছিলেন তার সৎ ভাই অর্জুন কাপুর। সেখানেই জাহ্নবিকে একটি প্রশ্ন করেন করন। তিনি জানতে চান ভিকি কৌশল, নওয়াজউদ্দিন সিদ্দিকি, আয়ুস্মান খুরানা ও রাজকুমার রাওয়ের মধ্যে কোনও একজন তারকাকে বাছতে হলে কাকে বেছে নেবেন জাহ্নবি। সেই প্রশ্নের উত্তরে জাহ্নবি বলেন, তিনি কি দু’জনের নাম করতে পারেন। ভিকি ও রাজকুমারের কথা তিনি বলেছিলেন। তবে পরে তিনি মত পালটে রাজকুমারের কথাই বলেন। জানিয়ে দেন, রাজকুমারকেই মনে মনে প্রথম বার ভালবেসেছিলেন তিনি।
পুরো শো-তেই এমন নানা মজার কথা বলেন জাহ্নবি ও অর্জুন দু’জনেই।
বিডি প্রতিদিন/কালাম