৬ বছর প্রেমের পর কয়েক মাস আগে বিয়ের পিঁড়িতে বসেছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। সামনে আসছে ভালোবাসার দিন। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। জোরদার সেলিব্রেশনের পরিকল্পনা করেছেন দম্পতি।
আগামী সপ্তাহেই মুক্তি পাবে রণবীরের ‘গাল্লি বয়’। ছবির প্রচারে ব্যস্ত নায়ক। তার ফাঁকেই সেরে ফেলেছেন ভ্যালেন্টাইনস ডে'র পরিকল্পনা।
বলিউডের এই তারকা অভিনেতা বলেন, ‘‘আমার মনে হয় ভ্যালেন্টাইনস ডে'র দিন দীপিকা আর আমি একসঙ্গে এই ছবিটা দেখব। খুব ভাল সিনেমা এটা। আমার তো মনে হয় ওর ভাল লাগবে, আমার জন্য গর্ব করবে দীপিকা। আমি তো আমার বউকে নিয়ে ছবিটা দেখতে যাব। আপনারাও আসুন’’ সাংবাদিকদের বলেছেন রণবীর।
তবে ভ্যালেন্টাইনস ডে'র পরিকল্পনা নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি দীপিকা। তিনিও রণবীরের পরিকল্পনারই সামিল হবেন বলে মনে করেন ইন্ডাস্ট্রির অনেকেই।।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ